BD News general knowledge Recent Post Study আধুনিক বিজ্ঞান বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির শুরুতে যা করণীয়

Share this

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে বিষয়গুলোর উপর পরীক্ষা দিতে হয়, তার সবগুলোই শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ে আসে; শুধু ‘সাধারণ জ্ঞান’ ছাড়া। এটি মূলত কোন নির্দিষ্ট বিষয়ও নয়; আমাদের দেশ, ইতিহাস, ঐতিহ্য, আমাদের পৃথিবী, পৃথিবীর বিভিন্ন দেশ, ‍পৃথিবীর ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী, সাম্প্রতিক বৈশ্বিক অবস্থা, খেলাধুলা, ইত্যাদি বিষয়গুলোর সমন্বয়ে ‘সাধারণ জ্ঞান’ বিষয়টি তৈরি করা হয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের জানাশোনার/জ্ঞানের গভীরতা বোঝার জন্য বেশ কার্যকরীও বটে।কিন্তু সমস্যা হল, কোন শিক্ষার্থী-ই একসাথে এত বেশি বিষয়ে আগ্রহী থাকে না, ফলে কোন শিক্ষার্থী-ই স্বতঃস্ফূর্তভাবে এতগুলো বিষয়ে জ্ঞান রাখে না বা রাখতে পারে না। আর তাই edpdbd বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের যে সব তথ্যাবলী জানা দরকার, সেগুলোকে একত্রিত করে ‘সাধারণ জ্ঞান’ বিষয়ে অন্তর্ভূক্ত করেছে। এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের তথ্য-উপাত্ত একত্রিত করে পড়ার জন্য সুবিধাজনকভাবে সজ্জিত করা হয়েছে।এক্ষেত্রে মনে রাখা জরুরি, সাধারণত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের কোন বিষয়েই খুঁটিনাটি তথ্যের উপর প্রশ্ন আসে না। নানা বিষয়ের বেসিক তথ্যের ভিত্তিতে প্রশ্ন করা হয়। আর edpdbd-র ‘সাধারণ জ্ঞান’ বিষয়ের অধ্যায়গুলো রচনা করার সময় এই বিষয়টি মাথায় রাখা হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই জানার জন্য অতিরিক্ত অনেক তথ্যও দেয়া হয়েছে। কারণ edpdbd ‘হীরক রাজার দেশে’র হীরকরাজের মত বলে না- ‘জানার কোন শেষ নাই/ জানার চেষ্টা বৃথা তাই।’ বরং edpdbd জানতে এবং জানাতে ভালবাসে

About the author

bahar babu

Leave a Comment